Published :
<span class="center">সাবেক কাউন্সিলর আমিনুল ইসলামের </span> <span class="center">৫ দিনের রিমান্ড মঞ্জুর</span>
আত্মগোপনে থাকা বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা আমিনুল ইসলামকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। রোববার (২০ জুলাই) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেহেদি হাসান এই রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১৯ জুলাই) রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তারের পর তাকে বগুড়ায় আনা হয়। আমিনুল ইসলামের বিরুদ্ধে ২১টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে সংঘবদ্ধ অপরাধ, চাঁদাবাজি এবং নাশকতার অভিযোগে মামলাগুলো তদন্ত চলমান রয়েছে।
ডিবি পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বগুড়া জেলা ও দায়রা জজ আদালত (পি.পি) এ্যাডভোকেট আব্দুল বাছেদ বলেন, আমিনুল ইসলামের বিরুদ্ধে সংগঠিত অপরাধ ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে বেআইনি কাজ করার অভিযোগ রয়েছে। বিএনপি নেতা অ্যাডভোকেট মাহবুব আলম শাহিন হত্যাসহ ২০টিরও বেশি মামলা রয়েছে। গত বছরের ৪ আগস্ট বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত কমরউদ্দিন বাঙ্গি, সেলিম ও আব্দুল মান্নান হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে আরও গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে।
এদিকে তার গ্রেপ্তার ও রিমান্ড মঞ্জুর নিয়ে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তার ফাঁসির দাবি জনান বিক্ষুব্ধ জনতা। যৌথ বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে হাজির করা হয়। নিরাপত্তার মধ্যেই আদালতে উপস্থিত বিক্ষুব্ধ জনতা আমিনুল ইসলামকে পঁচা ডিম নিক্ষেপ করেন।
