Published :
<span class="center">বিদ্যুৎস্পৃষ্টে </span> <span class="center">কৃষক ও যুবকের মৃত্যু</span>
দিনাজপুরের পৃথক দুটি ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বীরগঞ্জে ক্ষেতে কাজ করার সময় কৃষকের ও খানসামা উপজেলায় হরিবাসর চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরও একজনের মৃত্যু হয়।
বৃহস্পতিবার (১২ জুন) সকালে বীরগঞ্জ উপজেলার প্রাণনগর দলুয়াপাড়ায় ও ভোরে খানসামা উপজেলার বৃন্দার বাজারে রাসকালী মন্দিরে হরিবাসরে পৃথক দুটি ঘটনা ঘটে।
মৃতরা হলেন- বীরগঞ্জ উপজেলার শালবাড়ী খাটিয়াদিঘী গ্রামের মৃত মুকুন্দ বর্মনের ছেলে কৃষক দ্বীন মোহন রায় (৪৫) ও খানসামা উপজেলার বৃন্দার বাজার ডাঙ্গাপাড়া এলাকার তাপস রায়ের ছেলে জীবন রায় (৩০)।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর ও খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় সবজি ক্ষেতে পানি দেওয়ার জন্য পাম্পে বিদ্যুৎসংযোগ দিচ্ছিল দ্বীন মোহন রায়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। দ্বীন মোহন রায় উপজেলার প্রাণনগর দলুয়াপাড়ার খোকনের বাড়িতে কৃষিশ্রমিকের কাজ করছিলেন।
এদিকে, কয়েকদিন ধরে খানসামা উপজেলার বৃন্দার বাজারের রাসকালী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব হরিবাসর চলছিল। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে বিদ্যুৎসংযোগের তারে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জীবন রায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাকেরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের কোনও অভিযোগ না থানায় মরদেহ পরিবারের সদস্যরা নিয়ে যান।
সূত্র : <a class="link" href="https://www.banglatribune.com/country/rangpur/902636/%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81%E0%A7%8E%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AA%E0%A7%83%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87-%E0%A6%95%E0%A7%83%E0%A6%B7%E0%A6%95-%E0%A6%93-%E0%A6%AF%E0%A7%81%E0%A6%AC%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81">বাংলা ট্রিবিউন</a>